৫ হাজার অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিলেন পলাশ
স্টাফ রিপোর্টার,প্রেসবাংলা২৪ডটকম : প্রাণঘাতি নোবেল করোনা ভাইরাস (কোভিট-19) পরিস্থিতি মোকাবেলায় গৃহবন্দি হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন, আলহাজ্ব কাউসার আহম্মেদ পলাশ। এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।
শুক্রবার (৩ই এপ্রিল) সন্ধ্যায় আলীগঞ্জ ক্লাব কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগের শ্রমিক কল্যাণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ’র উদ্যােগে এলাকায় বেকার হতদরিদ্র অসহায় দিনমজুর ৫,০০০টি পরিবারের মাঝে ৫কেজি চাল, ১কেজি ডাল, ২কেজি আলু, ১লিটার তেল, ও আধা কেজি লবন সহ এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে কাউসার আহম্মেদ পলাশ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্ন আয়ের মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের আহ্বান জানিয়েছেন। তাই আমরা নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। প্রাণঘাতী এ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এ খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও আরো কিছু কার্যক্রম আছে। পর্যায়ক্রমে এসকল কার্যক্রম চলমান থাকবে। আল্লাহতায়ালা এই দূর্যোগ থেকে আমাদের সকলকে হেফাজত করুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদ ৭নং সদস্য জাহাঙ্গীর আলম, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স পার্টির জেলার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু প্রমুখ।