বন্দরে লকডাউন এলাকায় সেলিম ওসমানের দেয়া খাদ্য সামগ্রী তুলে দেন ইউএনও
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের বন্দরের রসুলপুরে করোনায় এক নারীর মৃত্যুর পর লকডাউন করা এলাকায় সংসদ সদস্য সেলিম ওসমানের দেয়া খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানের দেয়া খাদ্য সামগ্রী ঐ এলাকার ১০০ পরিবারের কাছে পৌঁছে দেন।
গত ৩০ মার্চ বন্দর উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়। দাফনের তিন দিন পর আইইডিসিআরের পরীক্ষায় ওই নারীর নমুনায় করোনা সংক্রমনের প্রমাণ পাওয়া যায়৷। পরে জেলা স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে উপজেলা প্রশাসন ২ এপ্রিল রাত ১০টার দিকে লকডাউন ঘোষণা করে।
উল্লেখ্য গত ২৯ মার্চ করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে গেলে সেখান থেকে ঢাকায় নিয়ে যাবার পরামর্শ দেন চিকিৎসক ৷ পরে ৩০ মার্চ তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়৷ ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ওই নারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ৷ গত বৃহস্পতিবার (২ এপ্রিল) পরীক্ষা শেষে সংগৃহীত নমুনায় করোনা সংক্রমনের প্রমাণ পাওয়া যায় ৷