সিদ্ধিরগঞ্জে `ব্যাচ ২০১৪’ এর শিক্ষার্থীদের খাদ্যসামগ্রী বিতরণ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: প্রাণঘাতি নোবেল করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গৃহবন্দি হতদরিদ্র অসহায় দিনমজুর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের ব্যাচ-২০১৪’র শিক্ষার্থীরা।
বুধবার (১লা এপ্রিল) দুপুরে আদমজী বাজার ও আদমজী বিহারী ক্যাম্প এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৪ ব্যাচের শিক্ষার্থী আল সাজিদ রাফি, ওসামা জোবায়ের ও শিক্ষার্থীদের উদ্যোগে বেকার হতদরিদ্র অসহায় দিনমজুর ৪৩টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও সচেতনমূলক লিফলেট প্রদান করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল। এছাড়াও প্রত্যেককে হাত ধোয়ার জন্য ১টা করে সাবান ও ১টা খাবার স্যালাইন দেওয়া হয়েছে।
এসময় আল সাজিদ রাফি জানান, প্রাণঘাতী এ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আমাদের পক্ষ থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এসব খাদ্য সামগ্রী বিতরণ ছাড়াও আমাদের আরো কিছু কার্যক্রম আছে। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে। করোনা ভাইরাস সংক্রমণে ঝুঁকিরোধে ঘনঘন সাবান দিয়ে হাত ধোঁয়া, যেখানে সেখানে থু থু বা কফ না ফেলা, হাত দিয়ে নাক-মুখ-চোখ স্পর্শ না করা ও বেশি বেশি পানি পান করার আহবান জানান তিনি। আর বিদেশ ফেরত প্রবাসীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন অথবা নিজ ঘরে আলাদা থাকার অনুরোধ জানান তিনি। আপনি সচেতন হউন অপরকে সচেতন হতে সহযোগিতা করুন। সরকারি ও বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক সবাই চলাফেরা করবেন। বিনা কারণে কেউ বাহিরে যাবেন না। আমরা এই দুর্যোগে আপনাদের পাশে রয়েছি। সাধ্যমত আপনাদের সেবায় কাজ করে যাবো। আমি সমাজের বিত্তবানদের আহবান জানাচ্ছি আপনারাও অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনাদের সামান্য সহযোগিতায় অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠবে