মন্ত্রী গাজীর পূত্র গোলাম মর্তুজার ৫০লক্ষ টাকা অনুদান
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: করোনা মোকাবেলায় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর পুত্র যমুনা ব্যাংক ফাউন্ডেশনের পরিচালক গাজী গোলাম মর্তুজা ব্যক্তিগত উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার মানুষের জন্য ৫০লক্ষ টাকার চেক অনুদান দিয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে ৫ লক্ষ টাকা, জেলা প্রশাসক জসিম উদ্দিনের কাছে ১০ লাখ টাকা ও পুলিশ সুপার জায়েদুল আলমের কাছে ৫ লাখ , রূপগঞ্জ উপজেলায় ১৫ লক্ষ , কাঞ্চন পৌরসভায় ৫ লাখ ও তারাবো পৌরসভায় ১০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, করোনা ভাইরাস এখন সাড়া পৃথিবীর সমস্যা। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করোনা প্রতিরোধের অংশ হিসেবে সরকারী বেসরকারী সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। আমাদের সবাইকে সরকারের নির্দেশ মেনে চলতে হবে। করোনায় আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। সবাই ঘরে অবস্থান করতে হবে । প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সবার ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছি । কেউ না খেয়ে থাকবেন না।সামাজিক দূরত্ব মেনে চলুন। নিজে বাঁচুন, অপরকে বাঁচান।
চেক বিতরণ কালে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রীর সচিব এমদাদুল হক, দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মো. মুন্না খাঁন। করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া খেটে খাওয়া মানুষের পাঁশে দাঁড়ানোর জন্য জেলা প্রশাসক জসিম উদ্দিন গোলাম মর্তুজা পাপ্পা গাজীকে ধন্যবাদ জানিয়েছেন।