রাতের আধারে ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছেন ওসি কামরুল
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: অন্ধকার রজনী। চারদিকে শুনশান নীরবতা। বন্ধ দোকানপাট। হঠাৎই গাড়ীর আওয়াজ। দরজা ঠকঠক করছে। দরজা খুলতেই বলে উঠলেন ওসি সাহেব এসেছে আপনার জন্য খাদ্য সামগ্রী নিয়ে। এযেন অন্ধকারের একজন আলোর ফেরীওয়ালা। খাবার গ্রহণ করে বৃদ্ধা বললেন আল্লাহ আপনার মঙ্গল করুন। বলছিলাম সিদ্ধিরগঞ্জের আজিবপুর রেল লাইন এলাকায় বসবাসরত অসহায়-দু:খীনী এক মায়ের কথা।
মঙ্গলবার (৩১ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি, কদমতলী, সিদ্ধিরগঞ্জ পুল, আজিবপুর রেললাইন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমড়াইল মোড় এলাকায় প্রায় ৮০ জন অসহায়, দুস্থ, অন্ধ, প্রতিবন্ধীর মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল,তেল, লবন, পেয়াজ ইত্যাদি।
(কোভিড-১৯)তে যখন পুরো দেশের মানুষ লকডাউনে রয়েছেন। অসহায়,গরীব,দিনমজুর,প্রতিবন্ধী,দুস্থরা খাদ্যের জন্য হাহাকার করছেন ঠিক তখনই একজন আলোর দ্যুতি অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ওসি কামরুল ফারুক।
সাংবাদিকরা বললেন, ওসি সাহেবের এমন উদ্যোগে কয়েকটি পরিবার পেল শান্তির পরশ।
একজন রিক্সাওয়ালা পাশ থেকে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ কয়েকদিন ধরে ভাড়া মারতে পারিনা। পকেটেও টাকা নেই। ওসি সাহেবের এই খাবার অনেকটাই মাথা থেকে বোঝা কমিয়ে দিলো।
জানাগেছে, করোনা ভাইরাসে সচেতনায় ইতিমধ্যেই পুরো থানা এলাকায় মাইকিং থেকে শুরু করে বিভিন্ন প্রদক্ষেপ গ্রহন করেছেন ওসি কামরুল ফারুক। করোনা ঝুঁকি এড়াতে থানার মুলফটকে বেসিনসহ সাবানের ব্যবস্থা রয়েছে। থানায় প্রবেশের আগেই যেন সকলেই ভালো করে হাত ধুতে পারে। এছাড়াও কামরুল ফারুকের নেতৃত্বে কারোনা সচেতনতায় মাঠ পর্যায়ে কাজ করছেন থানার বিশেষ টিম। যারা পাড়া মহল্লায় সরকারের নির্দেশ মেনে সকলকে সচেতন হয়ে-বাসায় থাকার পরামর্শ দিচ্ছেন। এছাড়া সকল প্রকার সেবামূলক কাজে সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক সাংবাদিকদের জানান, প্রথম পর্যায়ে অসহায় মানুষের জন্য সামান্য কিছু করেছি। মহান আল্লাহ তায়ালা যদি তওফিক দান করেন আগামীতে আরো ভালো কিছু করার পরিকল্পনার কথা জানান ওসি কামরুল ফারুক।