বন্দরে লেজারার্স যুব সমাজের খাদ্যসামগ্রী বিতরণ
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দরে লেজারার্স যুব সমাজের উদ্যোগে হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশ মতো ঘরে অবস্থানরত স্বল্প আয়ের প্রায় ৩শ’ অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনী এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
লেজারার্স আবাসিক এলাকার যুব সমাজ টিটু, রাজু, আলিম, আসিফ, লিখন কামালের উদ্যোগে বুধবার (১ এপ্রিল) সকালে সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডস্থ লেজারার্স আবাসিক এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খাঁন মাসুদ।
এসময় খাঁন মাসুদ বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশে^র বহু উন্নত রাষ্ট্রে হাজার হাজার মানুষ মৃত্যু বরন করছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তাৎক্ষণিক সতর্কতামূলক পদক্ষেপে আমাদের দেশে এর সংক্রমণ এখন পর্যন্ত নিয়ন্ত্রন রয়েছে। সরকারের নির্দেশনা মেনে আমরা যদি সতর্কতা অবলম্বন করি তাহলে খুব শিঘ্রই করোনা ভাইরাস যুদ্ধে আমরা বিজয়ী হব। যেমন বিনা কারনে ঘর থেকে বের না হওয়া,সাবান দিয়ে ঘনঘন হাত ধোঁয়া, জনসমাগম এড়িয়ে চলা যথা সম্ভব ঘরে অবস্থান করা।
খান মাসুদ বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে জনপ্রতিনিধি ও নেতাদের নির্দেশ দিয়েছেন দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে দাঁড়াতে। দেশের এই দুর্যোগময় সময়ে আমরা আমাদের সাধ্যমতো আপনাদের পাশে আছি এবং থাকব ইনশাল্লাহ। আজকে তোমরা যুবসমাজ যেভাবে এই অসহায়দের জন্য নিত্য প্রয়োজনী খাদ্য সামগ্রী ব্যবস্থা করেছ তোমাদের প্রতি আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
এসময় উপস্থিত ছিলেন-বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, বন্দর যুবলীগ নেতা মোঃ শেখ মমিন, হোসেন, বাবু মোল্লা, আজিজুল হক আজিজ, মোঃ মিলন আহমেদ, হীরা, জীবন, সজিব, সুরুজ, শান্ত, আমির, আল-আমিন, সুবনি, ইমরান, আসিফ, অপু, ফরিদ, শামীম, নাজমুল, বুলবুল, রাসেল, পরান, শ্যামল, সাইফুল প্রমুখ।