করোনায় দেশে আরও একজনের মৃত্যু

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নতুন করে দেশে ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন। এ নিয়ে এ ভাইরাসে মোট ছয়জনের মৃত্যু হলো বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

 

বুধবার (১ এপ্রিল) করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিং-এ যুক্ত হয়ে এসব তথ্য জানান মন্ত্রী।

 

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নতুন করে দেশে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন মোট আক্রান্তের সংখ্যা ৫৪ জন। গত ২৪ ঘণ্টায় একজন মারা গেছেন। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৬ জন।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিদিনই আমাদের স্বাস্থ্য সেবা ব্যবস্থার উন্নতি করে চলেছি। বিভিন্ন হাসপাতালে মেডিকেল ভেন্টিলেটর যুক্ত হচ্ছে। এছাড়া করোনার জন্য আরও হাসপাতাল তৈরি করছি। ইতিমধ্যে বেশ কয়েকটি হাসপাতাল তৈরি হয়েছে। এছাড়া বিভিন্ন মেডিকেল কলেজে টেস্টিং সুবিধা বৃদ্ধি করা হচ্ছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com