আড়াইহাজারে সাংবাদিক হারাধনের অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ
আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: প্রাণঘাতি করোনা ভাইরাসের কারনে ঘরবন্দি হত দরিদ্র অসহায় মানুষের মধ্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আড়াইহাজার উপজেলার সভাপতি, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আহবায়ক ও আড়াইহাজার প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হারাধন চন্দ্র দে এর পরিবারের পক্ষ হতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (১ এপ্রিল) সকালে অষ্টমী তিথীর শুভ লগ্নে অসহায় পরিবারদের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কামরানীরচর, আড়াইহাজার,ছোটবাড়ৈপাড়া ও ভঙ্গুরা এলাকায় অসহায় মানুষের চাল,ডাল, তেল ও আলু বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ করেন, হারাধন চন্দ্র দে,তার মাতা মায়া রানী দে, ভাই ননী গোপাল দে,মাখন চন্দ্র দে, রতন চন্দ্র দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আড়াইহাজার উপজেলার কোষাধ্যক্ষ খোকন মিত্র, সুকুমার দাস, ছায়া রানী দে, ঝর্ণা রানী দে, মালা রানী দে, স্মৃতি রানী দে, সুমিত্রা রানী দে ও সুচিত্রা রানী দে।
খাদ্য সামগ্রী নিতে আসা মানুষদের সরকার ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী বারবার সাবান দিয়ে হাত ধোয়া, জর¡,সর্দি হলে নাক মুখ পরিস্কার রুমাল বা টিসু কাগজ দিয়ে ঢেকে হাঁচি কাশি দেওয়া ও লোক সমাগম এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়।