বক্তাবলীতে নিম্নবিত্তদের খাদ্যসামগ্রী তুলে দিলেন রোটারিয়ান জিকু
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী রাজাপুর এলাকায় সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট ব্যাবসায়ী নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাংগঠনিক সম্পাদক ও রোটারিয়ান নুরুজ্জামান জিকু।
রবিবার( ২৮ মার্চ ) দুপুর ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খেটে খাওয়া সাধারণ মানুষের মাঝে জিকু’র উদ্যোগে ও নিজ অর্থায়নে ২০০ পরিবারকে চাল ডাল আলু লবন তেল বিতরণ করেন।
অনুষ্ঠানে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময়, শওকত আলী বলেন দেশে প্রানঘাতী করোনা ভাইরাসের কারণে খেটে খাওয়া সাধারন মানুষ বেকার হয়ে পরেছে। বন্ধ হয়ে গেছে তাদের আয়ের উৎস। এ অবস্থায় সেইসব গরীব অসহায় মানুষের পাশে দাড়ানোর সঠিক সময়। অনেকেই তাদের পাশে দাড়াচ্ছেন। জিকুর মতো এলাকার বৃত্তবানদের ও এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল আহসান নিপু বলেন, করোনা একটি মহাদূর্যোগ। সম্মিলিতভাবে একে মোকাবেলা করতে হবে। প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, রাজনীতি মানুষের জন্য, তাই দূর্যোগের এই সময় প্রকৃত রাজনীতিবিদরা ঘরে বসে থাকতে পারেন না। তিনি সাধারণ মানুষকে সরকারের নির্দেশ মেনে চলে সরকারের পাশে থাকার আহবান জানিয়ে বলেন, দেশে প্রচুর খাদ্য মজুদ রয়েছে। তাছাড়া নিম্নবিত্ত প্রত্যেকের ঘরে খাবার পৌঁছে দেবার ব্যবস্থা করা হয়েছে। গুজব ছড়াবেন না, গুজবে কান দিবেন না।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি আলমগীর হোসেন, ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান, রোটারী ক্লাব নারায়ণগঞ্জ রিভার সিটি সংগঠনের সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন, গ্রান্ডহল রেস্তরাঁ’র সিইও উচ্ছ্বাস, রোটারিয়ান দোলন, রোটারিয়ান উজ্জ্বল, রোটারিয়ান আরিফ, রোটারিয়ান পলিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মোঃ আক্তার হোসেন, আল আমিন, আপসু, মাইকেল, ইয়াসিন, জিকুর ৯৫ ব্যাচের বন্ধু মহল ।
অনুষ্ঠানের শেষে দোয়া করেন রাজাপুর জামে মসজিদের ইমাম।