মুসলিম নগরে লকডাউন মানছে না, রাস্তায় ঈদের আমেজ!

 

 নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: চলমান করোনা ভাইরাস আতঙ্কে সারাদেশে যখন চলছে লকডাউন, সেখানে ঠিক বিপরীত চিত্র দেখা যাচ্ছে ফতুল্লার মুসলিম নগর নয়াবাজারে। লকডাউন তো দূরে থাক, উল্টো যেন উৎসবের আমেজে দোকানপাটে চলছে অবিরাম আড্ডা।

 

পাশেই বিসিক শিল্প নগরীর অধিকাংশ শ্রমিক এ এলাকায় বসবাস করার কারণে এলাকাটি ঘনবসতিপূর্ণ। বিশেষ করে চায়ের দোকান, হোটেল গুলোতে চলছে পুরোদমে আড্ডা। রাস্তায় মানুষের ভীড়ে স্থানীয়রা অবাক হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করছেন এবং প্রশাসনের সহযোগীতা কামনা করছেন।

 

 

এব্যাপারে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, এই এলাকার বেশির ভাগ মানুষ গার্মেন্টস শ্রমিক। তাদের ভিতর কোন ধরনের সচেতনতা কাজ করে না। সরকারী নিষেধ থাকা সত্বেও তারা ঘরে অবস্থান করছেন না বরং ছুটি পেয়ে তারা এখন ঈদের আমেজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে । স্থানীয়রা এখন ভীত এবং হতাশার মধ্যে দিন যাপন করছে। প্রশাসনের এ ব্যাপারে কোন পদক্ষেপ লক্ষ্য করা যায় নাই।

 

বিষয়টি নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ( ইউএনও) ক্ষুদেবার্তা দিয়ে জানানো হলেও তিনি কোন পদক্ষেপ নেননি।

 

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, আমাদের পুলিশ ওখানে টহল দিয়ে এসেছে। আসলে ওখানকার জনপ্রতিনিধি এবং এলাকার সচেতন মহল একসাথে সমন্বয় করে উদ্যোগ নিতে হবে। আমাদের একার পক্ষে আসলে সম্ভব নয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com