বিএনপি নেতা এড. সানাউল্লাহ মিয়ার ইন্তেকাল
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ইন্তেকাল করেছেন। সানাউল্লাহ মিয়ার জন্ম ১৯৫৫ সালের ১০ জানুয়ারি। তবে সনদে ১০ জানুয়ারি ১৯৬০। তাঁর ভাষ্যমতে, ‘এটি আমার ইংরেজি শিক্ষকের দেওয়া জন্ম সাল।’ বাবার নাম আব্দুল খালেক মিয়া, মা কানেছা বেগম। গ্রামের বাড়ি নরসিংদীর শিবপুর থানার দক্ষিণ কারারচর। বাবা ছিলেন ব্যবসায়ী, আর মা গৃহিণী। দুজনই মারা গেছেন। পাঁচ ভাই, তিন বোন তাঁরা। বর্তমানে চার ভাই বেঁচে আছেন। সানাউল্লাহ মিয়ার দুই ছেলে, এক মেয়ে। বড় ছেলে শফিকুর রহমান, ছোট ছেলে শিবলী রহমান এবং একমাত্র মেয়ে সাবরিনা রহমান।
শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টার কিছুক্ষণ আগে গণস্বাস্থ্য হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করেন।