ফতুল্লায় সাংবাদিক লাঞ্ছিত : ওসি ও সাংবাদিকের পরস্পরবিরোধী বক্তব্য
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম : ফতুল্লায় নুরুল ইসলাম নামের এক প্রবীণ সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক নিজেই। কিন্তু ওই ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
২৭ মার্চ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ফতুল্লা মডেল থানার ভেতরেই ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম নুরুর সাথে এমন অশোভন আচরন করেন ওসি আসলাম হোসেন ও অপারেশন তারিকুল আলম জুয়েল।
ওসি আসলাম হোসেনের দাবি, চলমান করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে উনি (নুরুল ইসলাম) কোন রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই মাস্ক বিহীন থানায় প্রবেশ করেন। থানায় হাত ধোয়ার ব্যাবস্থা আছে, হাত ধুয়ে প্রবেশ করতে বললে তিনি উত্তেজিত হয়ে উঠে ভিতরে চলে আসেন। তখন অপারেশন তারিকুল আলম জুয়েল তাকে মাস্ক বিহীন, হাতে হেন্ডগ্লাফস নাই আপনি কোথায় যাচ্ছেন? এটাতো পাবলিক টয়লেট না । তখন তিনি উত্তেজিত হয়ে বলেন এটা আমার থানা আমি টয়লেটে যাব । তখন আমি বলেছি আপনাকেতো কেউ যেতে না করেনি আপনি নিরাপত্তা ব্যাবস্থা মেনে টয়লেটে যান। তিনি তখন আমার সাথেও উচ্চবাক্য করেন।
ওসি আরো দাবী করেন, তিনি সবসময় থানায় তদবির এবং জিডি করার ব্যাপারে কর্মকর্তাদের বিরক্ত করেন। এছাড়া তার অফিস থানার সাথে হওয়ায় প্রতিদিন ওয়াসরুম, টয়লেট ব্যবহার করেন।
অশোভন আচরনের শিকার সাংবাদিক নুরুল ইসলাম নুরু জানান, বিকেল সাড়ে তিনটার দিকে থানার ভেতরে প্রবেশ করার সাথে সাথেই অপারেশন তারিকুল আলম জুয়েল ধমকের সুরে বলেন, আপনি কোথায় যাবেন। থানার ভিতরে কেন আসছেন। তখন নুরুল ইসলাম নুরু ওয়াস রুমে যাওয়ার কথা জানালে তিনি আরো ক্ষিপ্ত হয়ে উঠে বলেন, এটা ওয়াস রুমে যাওয়ার জায়গা না। এসময় ওসি আসলাম অপারেশন তারিকুল আলম জুয়েল পাশেই দাড়িয়ে ছিলেন।
নুরুল ইসলাম দাবি করেন, এ সময় ওসিও ক্ষিপ্ত হয়ে বলেন, আপনি কিসের (…) সাংবাদিক। আপনার ঘাড় মটকে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিবো। আপনি এসপির সামনে আমার বিরুদ্ধে কথা বলেন। আপনি কত বড় সাংবাদিক ।
উল্লেখ্য গত ১৫ মার্চ ফতুল্লা মডেল থানায় অনুষ্ঠিত ওপেন হাউস ডে তে পুলিশের সমালোচনা করে বক্তব্য রাখেন নুরুল ইসলাম নুরু।