না’গঞ্জের স্থানীয় দৈনিকগুলোর মুদ্রণ সাময়িক বন্ধ হচ্ছে

নিজেস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম:  চলমান করোনা ভাইরাস আতঙ্কের কারণে মুদ্রণ বন্ধ হচ্ছে নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিকগুলোর।

 

শনিবার (২৭ মার্চ) থেকে এ জেলার বেশ কয়েকটি দৈনিক তাদের মুদ্রণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তবে তাদের অনলাইন সংস্করণ চালু থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সম্পাদকগণ।

 

নারায়ণগঞ্জের অন্যতম দৈনিক যুগের চিন্তা’র সম্পাদক মোরছালীন বাবলা এ প্রসঙ্গে বলেন, আমাদের প্রিয় পৃথিবী আজ এক ভয়ঙ্কর বিপদের মুখোমুখি। করোনা ভাইরাসের ভয়াল থাবায় দেশে দেশে মৃত্যুর মিছিল। মিনিটে মিনিটে বাড়ছে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। আমাদের দেশেও আঘাত হেনেছে এ ভয়াল ভাইরাস। চারদিকে উদ্বেগ-আতঙ্ক। চলছে অঘোষিত লকডাউন।

 

এই পরিস্থিতিতেও জীবনবাজি রেখে কাজ করে যাচ্ছেন আমাদের কর্মীরা। এজেন্ট ও হকাররাও রয়েছেন ঝুঁকির মুখে। সংবাদপত্র বিপণন ব্যবস্থায় নেমে এসেছে বিপর্যয় । আমরা আমাদের কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেই।

 

এ কারণেই আমরা আপাতত মুদ্রণ সংস্করণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা থেমে থাকবো না। দৈনিক যুগের চিন্তা অনলাইন সংস্করণ চালু থাকবে পুরোদমে। প্রতিমুহুর্ত্বে আমরা আপনার কাছে পৌঁছে দেবো সর্বশেষ খবর। নিশ্চয়ই এ ঘোর অন্ধকার কেটে যাবে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই আমরা দ্রুত ফিরে যাবো মুদ্রণ সংস্করণে।

 

শীতলক্ষ্যা সম্পাদক আরিফ আলম দীপু বলেন, করোনা ভাইরাসের চলমান আতঙ্কের কারণে আমরা মুদ্রণ বন্ধ রাখছি। তবে আমাদের অনলাইন ই-পেপার চালু থাকবে। আশা করি অচিরেই নিশ্চয়ই এ ঘোর অন্ধকার কেটে যাবে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই আমরা দ্রুত ফিরে যাবো মুদ্রণে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com