আড়াইহাজারে পিয়াজ ব্যবসায়ীকে জরিমানা

 

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম : নারায়ণগঞ্জের আড়াইহাজারে শুক্রবার দুপুরে আদর্শ বাজার কালিবাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক পিয়াজ ব্যবসায়ীতে ২০ হাজার টাকা জরিমানা করেছে।

 

শুক্রবার (২৭ মার্চ)  উপজেলানির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট সোহাগ হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার( ‍ভূ’মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে রাসেল নামে এক পাইকারী পিয়াজ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মূল্য তালিকায় প্রতিকেজি পিয়াজের মূল্য পাইকারী ৬০ টাকা লিখার অপরাধে তাকে এই জরিমানা করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট সোহাগ হোসেন বলেন, আড়াইহাজারে প্রতিটি খুচরা বাজারে প্রতিকেজী পিয়াজের মূল্য প্রকার ভেদে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু এই বিক্রেতা পাইকারী দোকানে মূল্য তালিকায় ৬০ টাকা করে লিখে পিয়াজ পাইকারী বিক্রি করছিলেন।

 

তিনি আরো বলেন, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। ভোক্তাদের অধিকার রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com