দ্বিগুবাবু বাজারে খাজা মইনুদ্দিন চিশতি (রহঃ) এর দুইদিন ব্যাপি বার্ষিক ওরশ
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: দ্বিগুবাবু বাজার ব্যবসায়ীদের উদ্যোগে হযরত খাজা মইনুদ্দিন চিশতি (রহঃ) দুইদিনব্যাপি বার্ষিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবছরের ন্যায় গত বৃহস্পতিবার ওরশ মোবারকের প্রথম দিনে রাদ এশা মিলাদ মাহফিল দোয়া ও ফাতেহা পাঠ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ওরশের দ্বিতীয় দিন শুক্রবার নেওয়াজ বিতরন করা হয়। করোনা ভাইরাজ মোবাবেলায় প্রশাসনের নির্দেশে ওরশ মোবারকের অন্যান্য কর্মসূচীর মধ্যে ওয়াজ মাহফিল ও বাংলা বয়াতি গানের আসর বিরতি করা হয়। ওরশ মোবারকের ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে ওরশ মোবারক আয়োজক ব্যাবসায়ীদের মধ্যে উপস্থিথ ছিলেন আব্দুল হালিম, মোঃ শুক্কুর মিয়া, সুমন বেপারী, শাহাদাৎ হোসেন, নাজমুল হাসান, মুকুল বাবু, আকবর হোসেন, শফি হোসেন, মিঠু, রাজু, আক্তার, সুমন ভান্ডারী, ফকির হোসেন প্রমুখ। হযরত খাজা মইনুদ্দিন চিশিÍ (রহঃ) বাৎসরিক মিলাদ ও ফাতেহা পাঠের পর বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
বিশেষভাবে দেশে বর্তমান করোনা ভাইরাস থেকে দেশবাসীকে রক্ষা করা জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়। শুক্রবার সকালে নেওয়াজ বিতরণের মধ্য দিয়ে দুই দিনের ওরশ মোবারকের সমাপ্তি হয়।