ফতুল্লায় স্মাইল’র করোনা সচেতনতা ক্যাম্পেইন

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় করোনা ভাইরাসের সচেতনতা ক্যাম্পেইনের মাধ্যেমে স্মাইল টিম ফতুল্লায় লিফলেট বিতরণ করেন সামাজিক সংগঠনটি ।

 

বুধবার (১৮মার্চ) স্মাইল নারায়ণগঞ্জ ফতুল্লা শাখার উদ্যোগে বুধবার ১৮ মার্চ করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মাক্স বিতরণ করেছে  বিভিন্ন জনবহুল পয়েন্টগুলোতে। এসময় তারা   করোনা ভাইরাসের সংক্রামনে কিভাবে মোকাবেলা করতে হবে সে ব্যাপারে জনগনের কাছে লিফলেট বিতরণের মাধ্যমে তুলে ধরেন।

 

এই ভাইরাস মোকাবেলায় নিজেকে সচেতন রাখাই আপাতত আমাদের এই ভাইরাস প্রতিরোধে শ্রেষ্ঠ উপায় বলে তুলে ধরেন । আর সেই সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতা মুলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে  যাত্রা শুরু করে সংগঠনটি ।  এসময় স্মাইল ফতুল্লা শাখার সদস্যরা করোনা ভাইরাস সংক্রামনের কারণ , লক্ষণ এবং প্রতিকার এর বিভিন্ন দিক জন সাধারন এর মাঝে তুলে ধরেন ।

 

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন। এছাড়া স্মাইল নারায়নগঞ্জ জেলার সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মুন্না , কো-অর্ডিনেটর তারেকুর রহমান , সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শুভ , মহিলা বিষয় সম্পাদক-খাদিজা আক্তার ভাবনা,  ফতুল্লা শাখার সাদমান সোহাগ, জিহাদ, ফাহিম চৌধুরী, মামুন,তানজিম, রাহাত, রিয়া।

 

এছাড়াও নারায়ণগঞ্জ শাখা থেকে উপস্থিত ছিলেন নুসরাত মিম, মুসকান, নাফিসা নুর, জসিম, শফিক, বিপ্লব প্রমুখ।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com