বক্তাবলীতে মুজিব শতবর্ষের অনুষ্ঠান স্থগিত

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: চলমান করোনা আতঙ্কের কারণে ফতুল্লার বক্তাবলীতে মুজিব শতবর্ষের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামী শনিবার (২১ মার্চ) বক্তাবলী বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উদযাপন কমিটির আয়োজনে এ অনুষ্ঠান হবার কথা ছিলো।

 

কমিটির আহবায়ক আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, বক্তাবলীর অভিভাবক ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম শওকত আলীর পরামর্শে দেশের চলমান অবস্থা বিবেচনায় রেখে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

 

তিনি আরও জানান, পরবর্তীতে সময় সুযোগ মতো অনুষ্ঠানটি করা হবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com