বক্তাবলীতে মুজিব শতবর্ষের অনুষ্ঠান স্থগিত
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: চলমান করোনা আতঙ্কের কারণে ফতুল্লার বক্তাবলীতে মুজিব শতবর্ষের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামী শনিবার (২১ মার্চ) বক্তাবলী বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উদযাপন কমিটির আয়োজনে এ অনুষ্ঠান হবার কথা ছিলো।
কমিটির আহবায়ক আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বক্তাবলীর অভিভাবক ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম শওকত আলীর পরামর্শে দেশের চলমান অবস্থা বিবেচনায় রেখে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
তিনি আরও জানান, পরবর্তীতে সময় সুযোগ মতো অনুষ্ঠানটি করা হবে।