তিন বিদেশী নাগরিক সহ না’গঞ্জে হোম কোয়ারেইন্টেনে ৬৯

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে নতুন করে আরো ৩১ জনকে হোম কোয়ারেইন্টেনে রাখা হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে সন্দেহভাজন আক্রান্ত মোট ৬৯ জনকে হোম কোয়ারেইন্টেনে রাখা হয়েছে। এর মধ্যে একজন চীন এবং দুইজন ভারতের নাগরিক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ।
তিনি বলেন, বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা আটটা পর্যন্ত জেলায় ৬৯ জনকে নিজ বাড়িতে কোয়ারেইন্টেনে রাখা হয়েছে। তাদের বেশীর ভাগই বিদেশ থেকে দেশে এসেছেন।
তিনি জানান, জেলায় এ পর্যন্ত প্রায় ৫৬০০ জন বিদেশ থেকে এসেছে। তাদের অনেককে নির্দিষ্ট ঠিকানায় খুঁজে পাওয়া যাচ্ছে না। এজন্য ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, কমিউনিটি হেলথ কর্মকতা নিয়ে কমিটি গঠন করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে যাদের পাওয়া যায় তাদের নিজের বাড়িতে ১৪ দিনের জন্য পর্যবেক্ষনে থাকবেন।
এদিকে নগরীর দু’টি সরকারী হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন শ্রেণীর নাগরিকরা নিজ উদ্যোগে চিকিৎসা নেয়ার জন্য ভীড় জমাচ্ছেন। যদি করোনাভাইরাস পাওয়া যায় তবে আইসিডিআর এর পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সিভিল সার্জন।