আমরা গর্বিত জাতি যেখানে জন্ম হয়েছিল বঙ্গবন্ধুর মতো মহান নেতা: জুয়েল

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে মহানগর ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে মিলাদ ও দোয় আয়োজন করা হয়েছে ।

বুধবার (১৮মার্চ) নগরীর ১৫নং ওয়ার্ডে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন বলেন, আমরা গর্বিত জাতি যেখানে জন্ম হয়েছিল বঙ্গবন্ধুর মতো মহান নেতা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধুর আজ জন্ম শত বার্ষিকী । আমরা মহানগর স্বেচ্ছাসেবকলীগ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তার আত্মার মাগফেরাত কামনা করি।

জুয়েল আরো বলেন, যার জন্ম না হলে এদেশ পেতাম না ,  আমরা থাকতাম পরাধীন । পরাধীনতার সৃঙ্খল থেকে মুক্ত করে এই মহান নেতা আমাদেরকে এনে দিয়েছিলেন স্বাধীনতা । তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বমানবতা মা, বাংলাদেশের উন্নয়ণের রোল মডেল । আমরা স্বেচ্ছাসেবকলীগ এই মহান নেতার সুযোগ্য কন্যার নেতৃত্বে নারায়ণগঞ্জের সিংহ পুরুষ জননেতা শামীম ওসমানের নেতৃত্বে এগিয়ে যাবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ’র সহ-সভাপতি মানিক শেখ, যুগ্ম-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জয়, সহ-প্রচার সম্পাদক উজ্জল দে, দপ্তর ইমরানুর রশিদ, সহ দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রেসিন, আইন বিষয়ক এ্যাড. নজরুল ইসলাস, সহ আইন বিষয়ক সম্পাদক সজিব মোল্লা, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এস আলম রাসেল, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন, কার্যকরী সদস্য বাবু, মোঃ নাদিম শেখ, মারুফ প্রমূখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com