অহেতুক জনসমাগম ঠেকাতে সন্ধ্যায় মাঠে নামছে র‌্যাব!

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নগরীতে অহেতুক জনসমাগম ঠেকাতে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় মাঠে নামছে র‌্যাব। চলমান করোনা আতঙ্কের মধ্যেও সরকারের নির্দেশ উপক্ষো করে নগরীর বিভিন্ন বিপণিবিতান, কেন্দ্রীয় শহীদ মিনার ও অন্যান্য এলাকায় জনসমাগম দেখা যাচ্ছে। এসব জনসমাগমের কারণে করোনা ভাইরাস ছড়ানো ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। বিষয়টি মাথায় রেখেই এসব অহেতুক জনসমাগম ঠেকাতে সন্ধ্যায় মাঠে নামবে র‌্যাব-১১।

 

র‌্যাব-১১ এর এএসপি আলেপউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আলেপউদ্দিন জানান, করোনা ভাইরাস প্রতিরোধে নারায়ণগঞ্জের জনবহুল স্থানগুলোতে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‌্যাব মোতায়েন হবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com