‘যে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে তাকেই হত্যা করলাম!’

 

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান বলেছেন, আমরা এমন জাতি যার জন্য স্বাধীনতা পেলাম তাকেই হত্যা করলাম। ক্ষনিকের জন্য বঙ্গবন্ধুকে আমরা পেয়েছিলাম। সেই অল্প সময় বঙ্গবন্ধু মানুষের মন জয় করেছে। এবং দেশকে স্বাধীন করেছে।

 

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় তার নিজ বাসভবনে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও কেক কাটা অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

 

এসময়ে আরো উপস্থিত ছিলেন-নাসিম ওসমান দুঃস্থ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, জাতীয় ছাত্র সমাজের জেলা সভাপতি শাহাদাৎ হোসেন রুপু, মহানগর ছাত্র সমাজের সভাপতি শাহ আলম সবুজ প্রমুখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com