বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রমিক লীগের শ্রদ্ধা
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৭মার্চ) সকাল নয়টায় নগরীর দুই নং রেলগেইটস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহমেদ বাবুল, যুগ্ম সম্পাদক মোঃ আসলাম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান মুন্না, যুগ্ম সম্পাদক রকিবুল হাসান রিয়ন, সহ সম্পাদক আলী হোসেন প্রমুখ।