আড়াইহাজারে জাতির জনকের জন্মশত বার্ষিকী পালন
আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নানা আয়োজনের মধ্য দিয়ে আড়াইহাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
পরে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেনের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবকলীগ, আড়াইহাজার পৌরসভার পক্ষে মেয়র সুন্দর আলীর নেতৃত্বে কাউন্সিলরগণ, ১০টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ, হারাধন চন্দ্র দে এর নেতৃত্বে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে বিন¤্র শ্রদ্ধা জানানো হয়।
পরে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর নেতৃত্বে একটি র্যালী বের করা হয়।
র্যালী শেষে উপজেলা মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২০ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, ঋণ ও সহায়তা প্রদান, গরীব ও দুস্থদের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হোসেনের সভাপতিত্বে ‘মুজিববর্ষেসোনার বাংলা, ছড়ায় নতুন স্বপ্নাবেশ, শিশুর হাসি আনবে বয়ে আলোর পরিবেশ’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন-সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়া,মুক্তিযোদ্ধা কাজী ওয়াজউদ্দিন, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি উজ্জ্বল হোসেন, আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি সহ উপস্থিত নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর কেক কাটেন।