ভাল কাজ করতে পদ-পদবীর প্রয়োজন নেই: পারভীন ওসমান

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ শাখার ড্রেজার, বাপাউবো জাতীয় পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ (রেজিঃ নং – বি ১৮৮৮) আঞ্চলিক কমিটির শুভ উদ্বোধন করেন প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের সহধর্মীনি পারভিন ওসমান।
রোববার (১৫ মার্চ) দুপুরে কিল্লারপুর এলাকায় আঞ্চলিক কমিটির সভাপতি আনোয়ার হোসেন সভাপতিত্বে ওই অনুষ্ঠানে পারভিন ওসমান বলেন, এ মাসে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর আয়োজন চলছে অনেক বড় ভাবে কিন্তু করোনা ভাইরাসের কারনে একটু কমে গেছে। যার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু তিনি তা দেখে যেতে পারলেন না। বঙ্গবন্ধু যে স্বপ্ন ছিল তা জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করেছেন।
তিনি আরও বলেন, নাসিম ওসমান একবার মুক্তিযুদ্ধ করেননি তিনি দু’বার মুক্তিযুদ্ধ করেছিলেন। তিনি বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে বর্ডার ক্রেস করেছিলেন। সেসময় কিছু ছাত্রও তার সাথে গিয়েছিল। তাই নাসিম ওসমান দু’দুবার মুক্তিযুদ্ধ করেছিল। আমার মনে হয় না নাসিম ওসমান আমাদের মাঝে নেই। আমার মনে নাসিম ওসমান আমাদের মাঝে আছেন এতো লোকের ভালোবাসার মাঝে। আমি জানি না ড্রেজার অফিসে কী সমস্যা। তবে আমি আপনাদের পাশে থেকে সহযোগীতা করব সব সময়। আমার মনে হয় কোনো ভালো কাজ করার জন্য কোনো পদ পদবীর প্রয়োজন হয় না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জাতীয় পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগ (রেজিঃ নং – বি ১৮৮৮) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এমদাদ কবির, সভাপতি মো.মাহাবুব আলম, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সলেমান মিয়া প্রমুখ।