অনলাইন টিভির নেমপ্লেট ব্যবহার করে ভূমিদস্যুতার অভিযোগ
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জে একটি অনলাইন টেলিভিশনের সাংবাদিক পরিচয়ে চাঁন মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে ভুমিদস্যুতার অভিযোগ করেছেন দুইজন ভুক্তভোগী।
রোববার (১৫ মার্চ) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হয়রানি, মিথ্যা মামলা এবং চান মিয়ার অত্যাচার থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী রফিকুল ইসলাম ও সাদেকুর রহমান লাভলু।
এ সময়ে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, ১৯৮৯ সালে সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লায় এসে বসবাস শুরু করেন এবং ২০০৭ সালে জমি ক্রয় করে ২০০৯ সালে আইন মেনে তৎকালিন সিদ্ধিরগঞ্জ পৌরসভা থেকে প্ল্যান পাস করিয়ে বাড়ি নির্মাণ করেন। কিন্তু তার বাড়ির প্ল্যান পাস করা নেই দাবি করে বিভিন্ন সময় হয়রানি করছেন চাঁন মিয়া। এ নিয়ে আদালতে চানমিয়া মামলা করলে মামলায় প্রমানিত না হওয়া তা খারিজ করে দেয় আদালত।
তারা আরও জানান, গত ২ বছর যাবৎ তিনি বিল্ড্ডিং এর কার্ণিশ ভাংগার জন্য ২য় জজ আদালত নারায়ণগঞ্জে একটি মামলা দায়ের করেন। সেখানে বাড়ির প্লান নেই দাবী করেন। আদালতে যখন সেই বাড়ির ফ্লান সাবমিট করলাম, তখন সে মিথ্যাবাদী প্রমানিত হলো। পরবর্তীতে সে জোড় পূর্বক নিজস্ব জায়গায় বসানো পানির মটরের উপর ঢালাই করে বন্ধ করে দেয়। মটর সাড়ানোর জন্য তা উঠাতে গেলে বাধা দেয়। পরবর্তীতে মেয়রের অনুমতি নিয়ে আসলেও সে আদালতে মামলা করে এবং পরবর্তীতে আদালত ঘোষণা দেয়ার পর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহায়তায় মটর তুলতে সক্ষম হই। তার বিভিন্ন অত্যাচারে ভুক্তভোগীদ্বয় অতিষ্ঠ।
এছাড়া তার এসব কর্মকান্ড চালাতে গাড়ির মধ্যে জাগরনী টিভি নামক এক অনলাইনের নেমপ্লেট ব্যবহার করেন যা সরকার অনুমোদিত না। সে উক্ত নামটি ব্যবহার করে বিভিন্ন অফিসে তিনি কখন সাংবাদিক আবার কখনও চেয়ারম্যান ইত্যাদি পরিচয় দেন। বর্তমানে সে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে ভুক্তভোগীদের মারধর করার জন্য লেলিয়ে দিচ্ছেন।