সুপ্রীম কোর্ট বারে ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকারের চমক

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) ২০২০-২১ সেশনের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সদস্য পদ প্রার্থী ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার নির্বাচিত হয়েছেন।তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের বড় মেয়ে।

 

শুক্রবার (১৩ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এএফ হাসান আরিফ ফলাফল ঘোষণা করেন।

 

ব্যারিস্টার মার-ই-য়ামের চাচা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, নির্বাচনে মার-ই-য়াম সদস্য পদে সর্বোচ্চ ৩৮৮২ ভোট পেয়েছেন।

 

এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মধ্যে সভাপতিসহ মোট ৬টি পদে এবং সম্পাদকসহ মোট আটটি পদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা।

 

উল্লেখ্য বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের বড় কন্যা ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার ২০০৯ সালে বার সনদ অর্জন করেন। ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকারের স্বামী ব্যারিস্টার মো. মনোয়ার হোসাইন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য। তার নানা অ্যাডভোকেট আজিজুল হক ছিলেন মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com