নগরীর মাছ ঘাটে খাজা মঈনুদ্দিন চিস্তি (রঃ) স্মরণে ওয়াজ মাহফিল
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ শহরের ৩নং মাছ ঘাট আড়ৎদার সমিতির উদ্দ্যোগে গত ১১ মার্চ বাদ এশা সুলতানে হিন্দ হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি (রঃ) স্মরণে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
৩নং মাছ ঘাট আড়ৎদার সমিতির সভাপতি মোঃ সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উৎসব পরিবহন লিঃ এর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শহিদুল্লাহ্, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-বন্দর একরামপুর বাইতুল আমান জামে মসজিদের খতিব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি গাজী মোঃ সিরাজুল ইসলাম কুদরতি।
মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-নবীগঞ্জ হাসেম মুন্সি জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ বদরুল আলম কাদিরী, ৩ নং মাছ ঘাট জামে মসজিদের খতিব হযরত মাওলানা নাছির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আহসানউল্লাহ। এসময় আরো উপস্থিত ছিলেন-৩নং মাছ ঘাট আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, ব্যবসায়ী আমানউল্লাহ আমান প্রমুখ।