বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ: বন্দরে ৯ ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ বন্দর থানার ৯টি ওয়ার্ডের নেতা কর্মীদের নিয়ে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বন্দর থানার ধামগড় ইউনিয়নের গকুল দাসের বাগ এলাকায় মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ওসমান গনি ভূঁইয়া’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন কমিটিতে মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ওসমান গনি ভূঁইয়াকে আহ্বায়ক ও বন্দর থানা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেনকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করেন মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিএম আরমান।
এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি নূর ইসলাম চৌধুরী, যুব মহিলালীগের আহ্বায়ক নূর নাহার সন্ধ্যা, বন্দর থানা যুবলীগের সভাপতি হাবিব আল মুজাহিদ পলু, ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন জসু, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন জালু, ২৩নং ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ লিটন, ২৭ নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।