সেলিম ওসমানের মত এমপি পাওয়া ভাগ্যের ব্যাপার: রিপন ভাওয়াল
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নির্বাচিত হবার পর থেকেই নিজের নির্বাচিনী এলাকায় ব্যাক্তিগত তহবিল থেকে মসজিদ, মাদ্রাসা, স্কুল কলেজ নির্মানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে অনুদান প্রদান করে ইতিমধ্যেই সাধারন জনতার কাছ থেকে দানবীর খ্যাতি অর্জন করেছেন মুক্তিযোদ্ধা সেলিম ওসমান। শুধু মসজিদ মাদ্রাসা নয় বরং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য মন্দির, মন্ডপ নির্মান সহ পূজামন্ডপগুলোতেও ব্যাক্তিগত তহবিল থেকে বিপুল পরিমান অনুদান দিয়ে স্থাপন করেছেন অসাম্প্রদায়িকতার উজ্জল দৃষ্টান্ত।
তারই ধারাবাহিকতায় নতুন পালপাড়া সার্বজনীন পুজা কমিটির প্রস্তাবিত দুর্গা মন্দির, কালি মন্দির ও গণেশ মন্দিরের নতুন মন্ডপ ও মন্দিরের পূন নির্মান কাজের জন্য ব্যাক্তিগত তহবিল থেকে ১০ লক্ষ টাকা অনুদান দিয়ে অসাম্প্রদয়িকতার আরেকটি নিদর্শন স্থাপন করেছেন এই সংসদ সদস্য।
কিছুদিন পূর্বে সেলিম ওসমানের দেয়া অনুদানের ওপর ভিত্তি করে মন্দিরটি পূননির্মান কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই বেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে মন্দিরের নির্মান কাজ। একাসাথে চারটি মন্ডপ সমৃদ্ধ এই মন্দিরটি হবে চারতলা ভবন সমৃদ্ধ।
ইতিমধ্যেই ফাউন্ডেশনের কাজ সম্পন্ন করে বুধবার ১০ মার্চ মন্দিরের ১ম তলার পাইলিং এর ঢালাই দেয়া হয়েছে। এ উপলক্ষে ঢালাইয়ের পূর্বে মন্দির প্রাঙ্গনে প্রার্থনার অায়োজন করেছেন নতুন পালপাড়া সার্বজনীন পূজা মন্ডপের সাধারন সম্পাদক রিপন ভাওয়াল। এসময় মন্দিরটির নির্মান কাজ যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে জন্য প্রার্থনা সহ এমপি সেলিম ওসমান, শামীম ওসমান এবং তাদের পরিবারের সকল সদস্য সহ তাদের মরহুম পিতা একেএম শামসুজ্জোহা, রত্নগর্ভামিা ভাষা সৈনিক নাগিনা জোহা এবং তাদের মরহুম বড় ভাই গণমানুষের নেতা প্রয়াত সাংসদ নাসিম ওসমানের জন্য প্রার্থনা করা হয়।
জানা গেছে , পুরো মন্দিরের নির্মান কজটি প্রত্যক্ষভাবে তদারকি করছেন জানা পূজা মন্ডপ কমিটির সাধারন সম্পাদক রিপন ভাওয়াল এবং এমপি সেলিম ওসমান প্রদত্ব অনুদাানের টাকা মন্দির নির্মানের কাজে সহযোগীত করছেন জেলা জাতীয় পার্টির অাহ্বায় অাবুল জাহের, শিল্পপতি প্রবীর সাহা, হিন্দু কল্যান ট্রাষ্টের সাবেক ট্রাষ্টি পরিতোষ কান্তি সাহা, বাবু সমীর কর, বাসুদেব চক্রবর্তী, অমল পোদ্দার সরোজ সাহা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক সাহা, সাধারন সম্পাদক শিখন সরকার শিপন, মহানগরের সভাপতি অরুন সাহা, সাধারন সম্পাদক উত্তম সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাক প্রবীর দাস, মহানগর সভাপতি লিটন পাল।
মন্দিরের নির্মান কাজ প্রসঙ্গে রিপন ভাওয়াল বলেন, আমি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের এলাকার ভোটার। আমি যেখানেই যাই খুব গর্ব করে বলতে পারি যে সেলিম ওসমানের মতো একজন দানবীর সংসদ সদস্য পেয়েছি। তিনি তার নির্বাচনী আসনের এলাকায় বিশেষ করে বন্দর নগরীতে সরকারী অনুদান সহ ব্যাক্তিগত তহবিল থেকে এতটাই উন্নয়ন করেছেন যা বাংলাদেশের কোথাও এর নজির নেই। বিশেষ করে তিনি একমাত্র এমপি যিনি ব্যাক্তিগত তহবিল থেকে জনগনের উন্নয়নে কাজ করে বছরে কোটি কোটি টাকা ইনকাম ট্যাক্স সরকারের নিকট পরিশোধ করেন। এমন একজন এমপি পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার।