যুক্তরাষ্ট্রের ‘গ্রেট প্লেস এওয়ার্ড ২০২০’ পেল হাতিরঝিল

 

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: যুক্তরাষ্ট্রের ‘গ্রেট প্লেস এওয়ার্ড ২০২০’ পেয়েছে রাজধানীর ‘হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প’টি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল ডিজাইন রিসার্চ এ্যাসোসিয়েশন (এডরা) ‘পরিসর পরিকল্পনা’ ক্যাটাগরীতে হাতিরঝিলকে মনোনীত করে। নগর পরিবেশ আর গণপরিসর সৃষ্টিশীলতার ক্ষেত্রে এটি একটি আন্তর্জাতিক সম্মাননা।

 

আগামী ৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের এ্যারিজোনায় অনুষ্ঠিত সভায় এই ২২তম সম্মাননাটি প্রদান করা হবে।

 

স্থাপত্য প্রতিষ্ঠান ভিত্তি’র ব্যবস্থাপনা পরিচালক স্থপতি ইকবাল হাবিব গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। স্থাপত্য প্রতিষ্ঠান ভিত্তি রাজধানীর হাতিরঝিলের স্থাপত্য ও প্রাকৃতিক নৈসর্গিক নকশা প্রনণয় করে। যার দলনেতা ছিলেন ইকবাল হাবিব।

 

 

 

 

১৯৬৮ সালে প্রতিষ্ঠিত ‘এডরা’ একটি যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা যারা মানুষের পারস্পরিক সম্পর্ক, স্থাপত্য পরিবেশ ও প্রাকৃতিক জীববৈচিত্রের পারস্পরিক নির্ভর সামঞ্জস্যতার গবেষণা ও উন্নয়ন আর পেশা ও শিক্ষার প্রসারে নিয়োজিত। ‘গ্রেট প্লেসেস এওয়ার্ড’ তাঁদের একটি অনন্য উদ্যোগ যার মাধ্যমে সংশ্লিষ্ট পেশাজীবিদের পরিবেশ উত্তরণে উদ্ভাবনী উৎকর্ষতাকে সম্মানিত করে।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com