বিদেশ যাচ্ছেন কামাল মহানগরের ভারপ্রাপ্ত সম্পাদক সেন্টু
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ মহানগর বিএনপরি ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এই কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সবুর খাঁন সেন্টু। স্ত্রীর চিকিৎসার জন্য দেশের বাইরে যাবার কারণে তাকে এ দায়িত্ব দেয়ার জন্য দলের মহাসচিব বরাবর নিজেই চিঠি দিয়েছেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক এটিএম কামাল।
সোমবার (৯ মার্চ) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠিটি গ্রহণ করেছেন।
চিঠিতে এটিএম কামাল লিখেছেন, ‘আমার স্ত্রী উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছি। এমতাবস্থায় আমার অনুপস্থিতিতে কমিটির প্রথম যুগ্ম-সম্পাদক আব্দুস সবুর খাঁন সেন্টু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। কিন্তু যেখানেই থাকি না কেন দলের প্রতি আনুগত্য ও দায়িত্বশীলতা আগের মতোই থাকবো।’