নারী দিবসে কমিউনিস্ট পার্টির নারী সেলের আলোচনা সভা

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির নারায়ণগঞ্জ জেলা নারী সেলের উদ্যোগে সোমবার (৯ মার্চ) বিকালে সিপিবি জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা নারী সেলের সম্পাদক কৃষ্ণা ঘোষ।

 

বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড লক্ষ্মী চক্রবর্তী, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক কমরেড শিবনাথ চক্রবর্তী, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিমল কান্তি দাস, নারী সেলের সদস্য শাহানারা বেগম, প্রীতিকনা দাস নূপুর, শোভা সাহা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রী রাশিদা বেগম প্রমুখ।

 

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতিতে নারীদের ভূমিকা ও অবদান ক্রমাগত বাড়ছে। ৫০ লক্ষ গার্মেন্টস শ্রমিকের ৮০% নারী। সমাজে নারীদের এত অবদান থাকার পরও ধর্মান্ধ প্রতিক্রিয়াশীল একটা গোষ্ঠী নারীদের অধিকার কেড়ে নেবার চেষ্টা করছে। ধর্মের নামে প্রতিদিন তারা নারীদের বিরুদ্ধে অপপ্রচার করছে। সমাজের অর্ধেক জনসংখ্যা নারী। তাদের অধিকার ও অবদানকে অগ্রাহ্য করে সভ্যতার অগ্রগতি কখনই সম্ভব নয়। নারীবিদ্বেষী জামায়াতে ইসলাম ও হেফাজতে ইসলামের মত প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোকে প্রতিহত করতে না পারলে বাংলাদেশকে তারা পাকিস্তান ও আফগানিস্তানে পরিনত করবে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল নারীমুক্তির চেতনা।

নারীর প্রতি সকল প্রকাশ শোষন বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি লড়াই করছে। এই লড়াই যেমন নারীর প্রকৃত মুক্তির লক্ষ্যে সমাজতন্ত্র অভিমুখী তেমনি বিদ্যমান ব্যবস্থায় নারীর সম্ভাব্য সর্বোচ্চ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত। শ্রেণী শোষন ও সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে পরিচালিত মানবমুক্তির সংগ্রামের সঙ্গে নারী মুক্তির সংগ্রাম ওতপ্রোতভাবে জড়িত। তাই নারী মুক্তির সংগ্রাম কেবল নারীর নয় সকল শোষিত নির্যাতিত মানুষের। গণতন্ত্র, প্রগতি ও সমাজতন্ত্রের সংগ্রামকে অগ্রসর করার ধারাতেই নারীমুক্তির সংগ্রামকে বেগবান করতে হবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com