নাগিনা জোহা’র স্মরণে ব্যাংক কর্মচারী ফেডারেশনের দোয়া ও মিলাদ

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ভাষা সৈনিক ও রত্নাগর্ভা বেগম নাগিনা জোহার ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নগরীর চাষাড়ায় সোনালী ব্যাংক ভবনে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) বাদ আসর ব্যাংক কর্মচারী ফেডারেশন এ দোয়া ও মিলাদের আয়োজন করে।

ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি আবদুল কাদিরের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রাসেল, সোনালী ব্যাংক নারায়ণগঞ্জ কর্পোরেট শাখার ডিজিএম মোঃ ইয়াছিন, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, জেলা জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি অনিল কুমার বিশ্বাস, মহানগর শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলী হোসেন, ফেডারেশন নেতা সোনালী ব্যাংকের সিবিএ এর সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, মোঃ আখতারুজ্জামান, মোঃ আসলাম, অগ্রণী ব্যাংকের সিবিএ এর সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন পাঠান, রূপালী ব্যাংকের সিবিএ এর সভাপতি মোঃ আবদুস সালাম, সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, পূবালী ব্যাংকের সিবিএ নেতা মোঃ আসলাম, বঙ্গবন্ধু পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন কবীর প্রমুখ।

 

আলোচনা শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সোনালী ব্যাংকের পেশ ইমাম মাওলানা মোঃ মিজানুর রহমান।

 

আলোচনা সভায় এম এ রাসেল বলেন, নারায়ণগঞ্জের রত্নাগর্ভা নাগিনা জোহা নারায়ণগঞ্জের গর্ব ছিলেন, তিনি ছিলেন ভাষা সৈনিক।

 

আবদুল কাদির বলেন, ওসমান পরিবার নারায়ণগঞ্জের মাটি ও মানুষের রাজনীতি করেন। নাগিনা জোহার আত্মার শান্তি কামনা করে তিনি বলেন বেগম মুজিব বঙ্গমাতা সারাদেশের মানুষের কথা নিয়ে ভাবতেন, আর নাগিনা জোহা নারায়ণগঞ্জের সাধারন মানুষের কথা ভাবতেন। তাই তিনি নারায়ণগঞ্জের মাতা।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com