আমেরিকা ভিসা সেন্টারের ‘ভুয়া’ অফিসার গ্রেফতার

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: ইউরোপ ও আমেরিকার ভিসা দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে রাজন মাহমুদ নামের এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। রাজন নিজেকে আমেরিকান সেন্টারের ভিসা মার্কেটিং অফিসার বলে পরিচয় দিতো।

 

রোববার (৮ মার্চ) র‌্যাব-১১ এর একটি দল রাজধানীর ডেমরার মাতুয়াইল থেকে তাকে গ্রেফতার করে।

 

এসময় তার কাছ থেকে নগদ সাত লাখ টাকা, আমেরিকা, ভারত ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশের মুদ্রা এবং ৪টি পাসপোর্ট, ভুয়া ভিজিটিং কার্ড ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন জানান, আসামি এসএসসি পাশ না করেও নিজেকে একজন ভিসা মার্কেটিং অফিসার বলে পরিচয় দিয়ে আসছে। এছাড়াও সে আমেরিকান সেন্টারের ভুয়া ভিজিটিং কার্ড ছাপিয়ে আমেরিকান সেন্টারের লোকের ছদ্মবেশ ধারন করে আমেরিকা ও ইউরোপে ভিসা দেয়ার নামে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছে। এভাবে দীর্ঘদিন ধরে রাজন নিজেকে আমেরিকান সেন্টারের সদস্য হিসেবে পরিচয় দিয়ে আমেরিকা, ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে ।

 

 

রাজন মাহমুদের বাড়ি বন্দর থানাধীন চাঁনপুর এলাকায়।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com