বাল্যবিয়ের অপরাধে পিতা-মাতার জেল

 

রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: রূপগঞ্জে মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে কনের পিতা-মাতাকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাৎক্ষনিক বাল্য বিয়ে বন্ধ করে দেয়া হয়।

 

রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার ভায়েলা মিয়াবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।

 

ইউএনও মমতাজ বেগম জানান, স্থানীয়দের মাধ্যমে তিনি জানতে পারেন মুড়াপাড়া ইউনিয়নের সহিতুন্নেসা পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ে দেওয়া হচ্ছে। রোববার দুপুরে কনের বাড়িতে অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করা হয়। এ সময় শিক্ষার্থীর বাবা সফর আলী ও মা রিনা বেগমকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com