করোনায় কেড়ে নিল ইরানের আরেক সংসদ সদস্যের প্রাণ

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফাতেমাহ রাহবার নামে আরও এক ইরানের সংসদ সদস্যের মৃত্যু হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী এই সাংসদ গত কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোমায় ছিলেন।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, শনিবার তেহরান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ফাতেমাহ রাহবারের মত্যু হয়। তিনি হলেন করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দ্বিতীয় সাংসদ।

এর আগে, গত শুক্রবার করোনার থাবায় আরেক ইরানি এমপি মোহাম্মদ আলী রমজানি মারা যান।

অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে,  ফাতেমাহ রাহবারের স্বামী, ছেলে-মেয়ে ও মেয়ে জামাইও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সূত্র জানায়, ২০ জনেরও বেশি ইরানি এমপি আক্রান্ত। তবে রাহবার এমপি হিসেবে শপথ নেননি এবং পার্লামেন্টের কোনো সেশনে অংশও নেননি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com