৭ মার্চের ভাষণ বাঙ্গালী জাতির অনুপ্রেরণা: আব্দুল হাই
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, ৭ই মার্চের ইতিহাস যে অস্বীকার করবে, তাকেও ইতিহাস একদিন অস্বীকার করবে। আজকের এই দিনে ৭ তারিখের ঐতিহাসিক ভাষণ বাঙ্গালী জাতিকে অনুপ্রেরণা দিয়েছে। সেই অনুপ্রেরণা থেকেই বাঙ্গালী দেশকে স্বাধীন করতে পেরেছে। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার (৭মার্চ) সকাল ১১টায় ২নং রেলগেইটস্থ দলীয় কার্যালয় জেলা আওয়ামী লীগের আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো.শহীদ বাদল বলেন, এই বাংলার মাটিতে হিন্দুদের যেমন অধিকার আছে তেমনি বৌদ্ধ, মুসলিমদের অধিকার আছে। আজকে এক শ্রেনীর লোক বিভ্রান্ত সৃষ্টি করছে যে তারা মোদিকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। কই শেখ হাসিনা কাউকে তো বাধা দেয়নি। সারা বাংলাদেশে মুসলিম মোগল স¤্রাটরা ৭০০-৮০০ বছর রাজত্ব করেছিলেন কিন্তু তারা তো কারো উপর কখনো কোনো হামলা করেনি। কোনো ধর্ম বলেনি এক ধর্মের মানুষকে আরেক ধর্মের মানুষকে হত্যা করতে।
এ সময়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, মিজানুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক একে. এম আবু সুফিয়ান প্রমুখ।