স্কুল শিক্ষিকা আফরোজা খানমকে অশ্রুসিক্ত বিদায়

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: অবসরে যাওয়া কাশীপুর গোয়ালবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরোজা খানমকে অশ্রুসিক্ত বিদায় জানিয়েছে স্কুলের শিক্ষক ও বর্তমান প্রাক্তণ শিক্ষার্থীরা।

 

শুক্রবার (৬ মার্চ) বিকালে গোয়ালবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয় এ্যালমনাই এসোসিয়েশনের আয়োজনে ওই বিদায় সংবর্ধনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কাশীপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কৃষ্ণ সাহা, কাশীপুর ক্লাবের সভাপতি গোলাম হায়দার, স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার।

 

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আনিসুর রহমান শ্যামলের সভাপতিত্বে বিদায় সংবর্ধনায় স্কুলের সাবেক শিক্ষার্থী, এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

 

আফরোজা খানম ১৯৬০ সালের ১ জানুয়ারি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। পিতা মহিউদ্দিন আহমেদ ছিলেন রেলওয়ে মাস্টার। পিতার চাকরির সুবাদে ছোটবেলায় চলে যান সিলেটের কমলগঞ্জে। সেখানে প্রাথমিক পড়াশোন করেন। ১৯৭৫ সালে কমলগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। ১৯৮৩ সালের ১২ ডিসেম্বর তিনি প্রথমে ঘারমোড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। মাত্র এক বছরের মাথায় তিনি ১৯৮৪ সালে ৩ নভেম্বর যোগ দেন গোয়ালবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। একটানা ৩৪ বছর এই বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর অবসরে যান।

 

আফরোজা খানম নারায়ণগঞ্জের কৃতি ছড়াকার প্রয়াত মিঞা মজিদের স্ত্রী। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জননী।

 

 

সকলের প্রিয় এই শিক্ষিকার দুই ছাত্র গোলাম মেহেদী হাসান সৈকত ও সোলায়মান ইমরান জানান, অবসরে যাবার অল্প সময়ের মধ্যেই আমরা তাকে বিদায় সংবর্ধনা দিতে চেয়েছিলাম। কিন্তু নানা কারণে তা হয়ে উঠেনি। অবশেষে তাকে এ সম্মানটুকু দিতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com