বক্তাবলীতে আ’লীগ নেতা বাছির সরদারের গণসংযোগ

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সদর উপজেলার বক্তাবলীর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে গণসংযোগ করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রার্থী বাছির সরদার।

 

শুক্রবার (৬ মার্চ) সকাল থেকে তিনি আওয়ামী লীগের নেতাকর্মী ও কাউন্সিলরদের ঘরে ঘরে গিয়ে দোয়া ও ভোট চান।

 

কয়েকদফা পেছানোর পরে আগামী সোমবার (৯ মার্চ) বক্তাবলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আওয়ামী লীগের কমিটি গঠন করার কথা রয়েছে।

 

গণসংযোগকালে বাছির সরদারের সাথে ছিলেন-হবুল্লা চৌধুরী, আঃ রহমান, লতিবুর রহমান, জজ মিয়া, আঃ মান্নান, দুদু মিয়া, আবুল হোসেন, নাজির হোসেন, মোঃ শফিক, আঃ মালেক, আঃ রব, আব্দুল হাছান, হাবিবুর রহমান, রানা, ফিরোজ, রমজান, তানজিল, তানভির, আলী আকবর, মামুন হাছান, সিরাজ, বাবু, সাহাদাত, ওহিদুর রহমান, শাওন, নবী হোসেন প্রমুখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com