উৎসবমুখর প‌রি‌বে‌শে হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের নৌ‌-‌বিহার

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: উৎসবমুখর প‌রি‌বে‌শের মধ্য দি‌য়ে সম্পন্ন হল বাংলা‌দেশ হো‌সিয়ারী এ‌সো‌সি‌য়েশ‌নের আনন্দ (নৌ-‌বিহার) ভ্রম‌নের আ‌য়োজন। এ উপলক্ষে শুক্রবার (৬ মার্চ) সকা‌লে নারায়ণগঞ্জ টা‌র্মিনাল (ভিআই‌পি) ঘাট ‌থে‌কে চাঁদপু‌রের উ‌দ্দে‌শ্যে রউনা হয় যুবরাজ নামক বিশাল জাহাজ‌টি। এতে স্বতঃস্ফূর্তভা‌বে অংশ নেয় এ‌সো‌সি‌য়েশ‌নের সকল সদস্য, সাধারণ ভোটার সহ তা‌দের স্বজনরা।

 

সকাল থে‌কে ম‌নোজ্ঞ সাং‌স্কৃ‌তিক অনুষ্ঠা‌নে মন মাতায় সকল ভ্রমন পিপাসু‌দের। দুপু‌রে মধ্যাহ্ন‌ভো‌জে স‌ম্মি‌লিত বৈঠ‌কে এক মিলন মেলায় প‌রিণত হয় এই আনন্দ ভ্রমন। এরপর অনুষ্ঠান‌টি‌কে আ‌রো মুগ্ধকর করতে শুরু হয় কুপন প্র‌তি‌যোগীতা। টানটান উ‌ত্তেজনার মধ্য দি‌য়ে ১০ জন বিজয়ী‌কে দেয়া হয় আকর্ষ‌নীয় পুরষ্কার।

 

এসময় সম্মা‌নিত অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন,-নারায়ণগঞ্জ সদর ম‌ডেল থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) ‌মো. আসাদুজ্জামান, মহানগর আওয়ামীলী‌গের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহাবুবুল আলম চঞ্চল, মহানগর কৃষকলী‌গের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, ১৬নং ওয়ার্ড সভাপ‌তি মো.র‌ফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সাইফুল আলম বিপ্লব, সাবেক ছাত্রলীগ নেতা ও নারায়ণগঞ্জ ক‌লে‌জের সা‌বেক ভি‌পি কাইয়ূম হাসান পাপ্পু, ‌মোশারফ হো‌সেন, ব্যবসায়ী মাসুম।

 

এ‌ বিষ‌য়ে এ‌সো‌সি‌য়েশ‌নের সভাপ‌তি নাজমুল সজল ব‌লেন, সারা‌দিন কর্মব্যস্ততায় আমরা সময় পার ক‌রে থা‌কি। এ‌তে ক‌রে অ‌নেকাং‌শেই প‌রিবার‌কে প‌রিপূর্ণ সময় দি‌তে আমরা ব্যর্থ। তাছাড়া সকল ব্যস্ততায় একটু প্রশা‌ন্তি ফি‌রে পাওয়ার জন্যই আমা‌দের এই ভ্রম‌নের ব্যবস্থা। প্র‌তিবছ‌রেই আমরা এই উদ্যোগ নি‌য়ে থা‌কি। যার ফ‌লে সক‌ল সদস্য ও সাধারণ ভোটার সহ প‌রিবা‌রের মা‌ঝে একটু প্রশা‌ন্তি লাভ হয়। পরব‌র্তি‌তে সক‌লের ম‌ধ্যে ঐক্যতা বৃদ্ধি সহ পা‌রস্পা‌রিক ভালবাসার বন্ধন আ‌রো মজবুত হয়।

 

এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন-এ‌সো‌সি‌য়েশ‌নের সহ সভপতি (‌জেনা‌রেল) মো. ক‌বির হো‌সেন, সহ সভাপ‌তি (এ‌সো‌সি‌য়েট) সাঈদ অাহ‌মেদ স্বপন, প‌রিচালক (‌জেনা‌রেল) মো.অাতাউর রহমান, প‌রিচালক (‌জেনা‌রেল), বীর মু‌ক্তি‌যোদ্ধা অালী অাহাম্মদ শেখ, প‌রিচালক (‌জেনা‌রেল), মো. মোজা‌ম্মেল হক, প‌রিচালক (‌জেনা‌রেল) অালহাজ্ব অাবদুল হাই, প‌রিচালক (‌জেনা‌রেল) অালহাজ্ব মো. ম‌নির হো‌সেন, প‌রিচালক (‌জেনা‌রেল) বাবু বৈদ‌্যনাথ পোদ্দার, প‌রিচালক (‌জেনা‌রেল) মো. সা‌ব্বির অাহ‌মেদ সাগর, প‌রিচালক (‌জেনা‌রেল) ‌মো. অা‌মির উল্লাহ রতন, প‌রিচালক (‌জেনা‌রেল) মো. সাখাওয়াত হো‌সেন সুমন, প‌রিচালক (‌জেনা‌রেল) অাবুল বাশার বা‌সেত, প‌রিচালক (‌এ‌সো‌সি‌য়েট) মো. না‌ছির শেখ, প‌রিচালক (‌এ‌সো‌সি‌য়েট) হাজ্বী মো. শা‌হিন হো‌সেন, প‌রিচালক (‌এ‌সো‌সি‌য়েট) না‌ছিম অাহ‌মেদ, প‌রিচালক (‌এ‌সো‌সি‌য়েট) অালহাজ্ব অাতাউর রহমান, সা‌বেক প‌রিচালক হা‌জি মো.সফিউ‌দ্দিন সো‌হেল, প‌রিচালক (‌এ‌সো‌সি‌য়েট) অালহাজ্ব মিজানুর রহমান প্রমুখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com