কুমিল্লার মাদক সম্রাজ্ঞী কোহিনুর গ্রেফতার

 

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ১৪৫ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী কোহিনুর বেগম ওরফে বাতাসিকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে র‌্যাব-১১ এর একটি দল কুমিল্লার দাউদকান্দির দোনারচর থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

র‌্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন জানান, কোহিনূর বেগম একজন চিহিৃত মাদক কারবারী। তাঁর বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। এর আগেও কয়েকবার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয় সে।

 

তিনি জানান, কোহিনুর বেগম ওরফে বাতাসির বাড়ী কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন আনোয়ারখোলা এলাকায়। তার একমাত্র পেশা ছিল মাদক ব্যবসা।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com