না’গঞ্জে সময়ের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: দৈনিক সময়ের আলোর এক বছর পূর্তি অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সাংবাদিক শরীফ উদ্দিন সবুজ সত্য প্রকাশে নির্ভীকভাবে কাজ করে যাচ্ছে। এসময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, সময়ের আলো যেনো আমাদের আশা পূরন করতে পারে, নারায়ণগঞ্জ থেকে যেসব নিউজ যাবে সেসব যেনো আপ-টু মার্ক হয় আমরা সে প্রত্যাশা করি।

সোমবার (২ মার্চ) সকাল সাড়ে এগারোটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে দৈনিক সময়ের আলোর এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

দৈনিক সময়ের আলোর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ উদ্দিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আমির হুসাইন স্মিথ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য রফিকুল ইসলাম রফিক, বিটিভি’র জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার রাজিব।

জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, সময়ের আলো পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ উদ্দিন সবুজ সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে। যারা সাহস নিয়ে এগিয়ে যায় তাদের অনেক বাধা বিঘেœর মধ্যে পড়তে হয়। তাকে পড়তে হচ্ছে। আমরা বলবো সবুজ সময়ের আলো নিয়ে এগুচ্ছে। অবশ্যই এটি নারায়ণগঞ্জে সফল হবে। এটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে পরিণত হবে এটি আমরা আশা করি।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন, শরীফ উদ্দিন সবুজ সত্য প্রকাশে নির্ভীকভাবে কাজ করে যাচ্ছে। সবুজ অনেকগুলো ভালো ভালো চ্যানেলে, পত্রিকায় চাকরি করেছেন। কিন্তু সবুজ যেখানেই যায় সেখানেই নারায়ণগঞ্জের একটি চিহ্নিত মহল, গডফাদাররা ঐ পত্রিকা বা চ্যানেলের মালিকদের ধরে চাকরিচ্যুত করে। সবুজকে আমি ধন্যবাদ জানাই এত প্রতিকূলতার মধ্যেও সবুজ তার কাজ করে যাচ্ছে। তিনি বরাবরের মতো আপোষহীনভাবে কাজ করে যাবেন এটা আমরা প্রত্যাশা করি।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, সবুজ আমার চাইতে দশ বছরের ছোট কিন্তু সাংবাদিকতায় আমার পাঁচ বছরের সিনিয়র। বিশ বছর আগে আমি যখন সাংবাদিকতায় আসি তখন সে এ শহরের একজন প্রতিষ্ঠিত সাংবাদিক। সে সত্য প্রকাশে অকুতভয়। পেশাগত কারনে তাকে বারবার চাকরিচ্যুত হতে হয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com