সূর্যের হাসি ক্লিনিকে বিক্রি হচ্ছে বিনামূল্যের টিকা !
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জের সূর্যের হাসি ক্লিনিকের কয়েকটি কেন্দ্রে বিনা মূল্যের টিকা বিক্রির গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সিদ্ধিরগঞ্জের সহকারী স্বাস্থ্য পরিদর্শক সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ ।
জানা যায়, সরকার শিশুদের জন্য বিনা মূল্যে টিকা দানের ব্যবস্থা করলেও এখানকার ৩নং ওয়ার্ডে কদমতলীস্থ রমিজ মিয়ার বাড়ি টিকা দান কেন্দ্র, ১নং ওয়ার্ডে হিরাঝিলস্থ সিটি ইন্টারন্যাশনাল স্কুল টিকা দান কেন্দ্র ও মাদানীনগর আইডিয়াল স্কুল টিকা দান কেন্দ্রে টিকা গ্রহীতার কাছ ৭০-১০০ টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। এজন্য সংশ্লিষ্টরা প্রতারণার আশ্রয় নিয়ে রশিদপত্রে টাকার বিনিময়ে টিকা দান কথা না লিখে রেজিষ্ট্রেশন, কনসালটেশন, কাউন্সিলিং বা পিএনসি সেবা লিখে উক্ত টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগে প্রকাশ। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সিদ্ধিরগঞ্জের সহকারী স্বাস্থ্য পরিদর্শক অভিযুক্ত কেন্দ্রগুলো পরিদর্শন শেষে সংশ্লিষ্ট দপ্তরে প্রমাণসহ লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।
তিনি লিখিত অভিযোগে আরো বলেন, উক্ত কেন্দ্রগুলোর এধরনের কর্মকান্ড ইপিআই নীতিমালার পরিপন্থি ও জনগণের সাথে প্রতারনার শামিল। তিনি এব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। এর আগেও তাদেরকে এ বিষয়ে বহুবার সতর্ক করা হয়েছিলো। এবার তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।