সিদ্ধিরগঞ্জে ৭শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জে ৭শ পিছ ইয়াবা ট্যাবলেট সহ শাহ আলম (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে সিদ্ধিরগঞ্জের এসও স্ট্যান্ড মেঘনা ডিপোর সামনে থেকে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) হেমায়েত উদ্দিন তাকে ৭শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শাহ আলম চট্টগ্রামের কতোয়ালীর মেঘানগরের মৃত আব্দুল জব্বারের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, ইয়াবাসহ হাতেনাতে তাকে গ্রেফতার করার পর মাদক মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।