সিদ্ধিরগঞ্জে ‘আলোর ভুবন’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকাতে আলোর ভুবন কোচিংয়ের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কোচিং সেন্টারটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (১ মার্চ) রাতে পাইনাদীস্থ ম্যানচেস্টার ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের সাংবাদিক হোসেন চিশতী সিপলু।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টার ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন ও সাহায্যের হাত সংগঠনের অন্যতম উপদেষ্টা আব্দুল হান্নান শাহ।

 

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে হোসেন চিশতী সিপলু বলেন, অনেক মা-বোনদের ইজ্জত ও শহীদদের তাজা রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। তাই এদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা শিক্ষার্থীরাই পার এ কাজ করতে। তিনি আরো বলেন, তোমাদের বয়সে থাকাকালীন আমাদের সময়ে জানার এত আয়োজন ছিল না। ইন্টারনেটের সুবাধে তোমরা এখন অনেক কিছু জানো। তাই তোমরাই পার এ দেশের কল্যাণে তোমাদের জ্ঞানকে, নতুন নতুন জানার বিষয়গুলোকে কাজে লাগাতে।

এসময় আরো উপস্থিত ছিলেন আলোর ভুবন কোচিং সেন্টারের শিক্ষক সিনবাদ হোসেন, রাজিব হোসেন, মেহেদী হাসান সৈকত, রিয়াজুল হাসান, মোহাম্মদ সিফাত, নাসির, মানসুর প্রমুখ সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com