পুলিশ পরিদর্শক আজহারের বিরুদ্ধে কামাল প্রধানের সংবাদ সম্মেলন
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দরে কর্মরত পুলিশ পরিদর্শক আজহারুল ইসলামের বিরুদ্ধে প্রতিপক্ষের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে প্রতিবেদন দেয়া সহ হয়রানির অভিযোগ করেছেন এলডিপি নেতা কামাল প্রধান।
রোববার (১ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জস্থ জালকুড়িতে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
কামাল প্রধান বিগত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে লিবারেল ডেমোক্রাট পার্টি (এলডিপি) থেকে অংশ নেন। তিনি স্বাধীন বাংলাদেশ ও দৈনিক বিজয় নামের দু’টি দৈনিকেরও প্রকাশক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আদালতে চলমান একটি দেওয়ানী মোকদ্দমায় প্রতিপক্ষ আইয়ুব আলী ওরফে বাবুর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে কামাল প্রধানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।
কামাল প্রধান দাবি করেন, আদালতে চলমান একটি মামলার তথ্য গোপন করে নিম্ন আদালতে একই বিষয়ে আরেকটি মামলা করে আইয়ুব আলী মূলত আদালতের সাথে প্রতারণা করেছেন। কিন্তু পুলিশ সে বিষয়টি পাশ কাটিয়ে উল্টো তার বিরুদ্ধেই প্রতিবেদন দেয়। মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আজহারুল ইসলাম মামলার সকল নথি ও প্রমাণ দেখানোর পরেও তিনি আইয়ুব আলীর কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে প্রতিবেদন দেন।
লিখিত বক্তব্যে কামাল প্রধান বলেন, প্রতিবেদনটি যে সত্য নয়, তা আদালতও বুঝতে পেরেছেন। কারণ তদন্ত কর্মকর্তা আজহার বন্দর থানাকে সোনারগাঁ থানা লিখেছেন। এতেই বুঝা যায় তিনি প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত।
কামাল প্রধান বিষয়টি অধিকতর তদন্তের জন্য পুলিশের মহাপরিদর্শক ও দুর্নীতি দমন কমিশনেও আবেদন জমা দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
এদিকে এ বিষয়ে কথা বলার জন্য পরিদর্শক আজহারুল ইসলামকে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।