কাশীপুরে যুবলীগ নেতা শাহীনের দাফন সম্পন্ন
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সড়ক দূর্ঘটনায় নিহত যুবলীগ নেতা শাহীন আলমের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে কাশীপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে সকাল দশটায় কাশীপুর কেন্দ্রীয় ঈদগা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন প্রয়াত শাহীন আলমের পুত্র স্বাধীন আলম।
জানাজায় উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও কাশীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোমেন শিকদার, সাবেক প্রচার সম্পাদক জাহিদুল হক খোকন, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফি উল্লাহ শফি, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দুলাল হোসেন, ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সাত্তার, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রতন, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব গিয়াসউদ্দিন, কাশীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব শামীম আহমেদ, কাশীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান শ্যামল, সাধারণ সম্পাদক ইউপি সদস্য শামীম আহমেদ, ইউপি সদস্য এমদাদুল হক খোকা, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, ফতুল্লা থানা ছাত্রলীগের সহসভাপতি শরীয়ত উল্লাহ বাবু, সাধারণ সম্পাদক এম এ মান্নান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব সৌরভ, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন অপু, বাদশা মিয়া, আওয়ামী লীগ নেতা সেলিম, যুবলীগ নেতা শরীফ হোসেন প্রমুখ।