শামীম ওসমান আছে বলেই না’গঞ্জ আ’লীগ শক্তিশালী: খান মাসুদ

 

 

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দরে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে কেক কেটে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের ৫৯তম জন্মদিন পালন করা হয়েছে।

 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন কল্পনা খান মার্কেট খান মাসুদের নিজস্ব কার্যালয়ে এ জন্মদিন পালন করা হয়।

 

এর আগে বাদ জুম্মা বন্দর বেবীস্ট্যান্ড গাউছুল আজম জামে মসজিদে শামীম ওসমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়েছে।

 

কেক কাটা পূর্বে খান মাসুদ বলেন, নারায়ণগঞ্জের উন্নয়নের রূপকার জননেতা এ.কে.এম. শামীম ওসমান ভাইয়ের মতো সিংহ পুরুষ নেতা আছে বলেই নারায়ণগঞ্জ আওয়ামীলীগ সাংগঠনিকভাবে এতো শক্তিশালী। তাঁর মধ্যে আছে বঙ্গবন্ধুর আদর্শ। শামীম ওসমান ভাইয়ের মতো কর্মী বান্ধব নেতার জন্য আমরা নারায়ণঞ্জবাসী গর্বিত। আমি এই মহান নেতার সুস্বাস্থ্য তাঁর দীর্ঘায়ু কামনা করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর আমিন আবাসিক এলাকার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, যুবলীগ নেতা শেখ মমিন,মোঃ সুমন, রাসেল খান, মোঃ হসেন,রতন সরকার, মাকসুদ,বাবু মোল্লা, আল-আমীন, বাবু মোল্লা, জিয়াবুর, মিলন, কামাল, রাজু আহমেদ, রাজিব সিকদার, নুরুজ্জামান, মোখলেস, সাদ্দাম হোসেন প্রমুখ।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com