সচেতনতা দিবসে খালেক মাস্টার ডায়াবেটিস সেন্টারে ক্যাম্প ও সভা
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বিশ্ব ডায়বেটিস সচেতনতা দিবস উপলক্ষ্যে সদর উপজেলার ডিক্রিরচরে খালেক মাস্টার ডায়াবেটিস সেন্টারে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ডায়াবেটিক সেন্টারে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. একে শফিউদ্দিন আহমেদ মিন্টু।
পরে বিকালে হাসপাতালের সম্মেলন কক্ষে এড. আওলাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ডায়াবেটিস সর্ম্পকে সচেতনতামূলক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মিন্টু। মূল প্রবন্ধে তিনি বলেন, শুধুমাত্র সচেতন হলে অনেকাংশে এ রোগ এড়ানো সম্ভব। কিন্তু সচেতনতা না থাকায় অনেকেই অজান্তে এ রোগে পতিত হন। এসময় তিনি ডায়াবেটিস রোগ ও এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন-আলীরটেক মাদ্রাসার মোহতামিম মাওলানা আতাউল হক সরকার, ডা. মিন্টুর বড় ভাই আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিন, আলহাজ্ব কামাল হোসেন, আলী আকবর মাস্টার, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকন।
এসময় বক্তারা বলেন, অতীতে মেজবাউল বারী এ এলাকায় স্কুল প্রতিষ্ঠা করে শিক্ষার আলো জ্বালিয়েছিলেন। বর্তমানে ডা. মিন্টু এ এলাকার দরিদ্রদের চিকিৎসার সুবিধার জন্য হাসপাতাল প্রতিষ্ঠা করে আরেবকার সেই আলো জ্বালালেন। আমরা চাই এ প্রতিষ্ঠানটি সকলের সহযোগিতায় একদিন দেশব্যাপী সুনাম কুড়াবে।
প্রসঙ্গত ২৮ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ডায়াবেটিস সচেতনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।