শামীম ওসমানের জন্মদিনে মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা জয়ের শুভেচ্ছা
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম জয়।
এক শুভেচ্ছাবার্তায় জয় শামীম ওসমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, শামীম ওসমান নারায়ণগঞ্জের গর্ব। শুধু নারায়ণগঞ্জে নয়, শামীম ওসমান সারাদেশে অনন্য এক নেতা। তিনি বেঁচে থাকুক ছায়া হয়ে শত বছর আমাদের মাঝে।
প্রসঙ্গত আজ ২৮ ফেব্রুয়ারি ৫৯ এ পা দিয়েছেন শামীম ওসমান। ১৯৬১ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি নারায়ণগঞ্জের প্রভাবশালী রাজনীতিক একেএম সামসুজ্জোহার ঘরে জন্ম নেন।